সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৯:৩৬

রাসুলুল্লাহ (সাঃ) বিজয়ী বেশে নিজ বাড়ীতে আসলেন

ইসলাম ডেস্ক:  মক্কা শহরে ওলিদ নামীয় একটি কাফের ছিল, তার বাড়ীতে একটি স্বর্ণের মুর্তি ছিল। সে উক্ত স্বর্ণের মূর্তিকে নিজ ঘরে খুব আদর করে যত্নের সাথে রেখে পূজা করতো। হঠাৎ দেখা গেল যে, উক্ত স্বার্ণের মূর্তি কথা বলঅ আরম্ভ করলো। সে বলতে লাগল যে, “হে মানুষেরা, মুহাম্মদ মিথ্যাবাদি। সে আল্লাহর রাসুল নয়, তার কথায় তোমরা সাড়া দিও না” (নাউযুবিল্লাহ)। কাফের মনের আনন্দে বাহিরে এসে পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধব ও আশে পাশের লোকজনের কাছে বলল হে লোকেরা! আমি খুবই ভাগ্যবান। এতদিন যে বিষয়টি নিয়ে সন্দেহের মধ্যে নিপতিত ছিলাম তা এখন দুর হয়েছে। আমার মূর্তি আমাকে পরিষ্কার রূপে বলে দিয়েছে যে, মুহাম্মদ মিথ্যাবাদী, সে আল্লাহর রাসুল নয়। তার কথা আমাদের কর্ণপাত করতে নিষেদ করেছে।


ওলিদ যাদের নিকট একথা বলেছিল, তারাও একথা শুনে খুশিতে আত্মহারা হয়েগেল। তারা সকলে নিজকর্ণে শোনার জন্য একদিন ওলিদের ঘরে সমবেত হল, সত্যিই তার মূর্তির মুখ থেকে অনুরূপ কথা শোনতে পেল। এরপর তা ব্যাপক ভাবে প্রচারের লক্ষ্যে একদিন সেখানে সমবেত হবার জন্য লোকজনকে দাওয়াত জানানো হল। আর সাথে সাথে মুহাম্মদ (সাঃ)-কেও সেখানে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হলো। যেন মুহাম্মদ (সাঃ) নিজে উপস্থিত হয়ে উক্ত মূর্তির মূখ হতে নি:সৃত কথা শুনতে পারেন। নির্ধারিত দিন-তারিখ মতে আশপাশের লোকজন এবং নবী করিম (সাঃ) ও সেখানে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হওয়া মাত্রই স্বর্ণের মূর্তি কথা বলে উঠলো, “হে মক্কাবাসী! খুব ভালভাবে স্মরণ রাখো যে, মুহাম্মদ (সাঃ) আল্লাহ তায়ালার সত্যবাদী এবং তার প্রিয় রাসুল, তার প্রত্যেকটি কথা সত্য এবং তিনি আল্লাহর তরফ থেকেই সব কথা বলে থাকেন। তার ধর্ম সত্য। তোমরা যে সকল দেব-দেবীর পূজা ও উপাসনা কর তারা সত্যিকার মাবুদ নয়! বরং শয়তান তোমাদেরকে পথ-ভ্রষ্ট করতেছে, যদি তোমরা আল্লাহ তায়ালার এই মহান সত্যবাদি রাসুল (সাঃ) এর প্রতি ঈমান না আনো, তবে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, সুতরাং বুদ্ধি বিবেচনার দ্বারা কাজ কর এবং এই সত্যবাদী রাসুল (সাঃ)-এর অনুগত্য গ্রহন কর, তার কাফেলায় শামিল হয়ে যাও,তবে তোমরা দুজনমে রেহাই পাবে”।

মূর্তির মূখে আজ এ কথা শুনে ওলিদ খুবই মর্মাহত ও রাগান্বিত হল এং সাথে সাথে উক্ত স্বর্ণের মূর্তি কে মাটিতে ফেলে ভেঙ্গে চুরমান করে দিল। এ দিকে রাসুলুল্লাহ (সাঃ) বিজয়ী বেশে সেখান থেকে বাহির হয়ে নিজ বাড়ীতে চলে আসতে লাগলেন।
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/কামাল/ইস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে