সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৭:৪০

শায়খ সুদাইস ৩৮ বছর ধরে পবিত্র কাবার ইমাম

শায়খ সুদাইস ৩৮ বছর ধরে পবিত্র কাবার ইমাম

ইসলাম ডেস্ক : ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় ব্যক্তিত্ব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। তার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনেননি এমন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। তার তেলাওয়াত শুনে অনেকে আপ্লুত হয়ে কেঁদেছেন।

প্রায় চার দশক ধরে মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  গত রোববার ৪ এপ্রিল কাবার ইমাম হিসেবে দীর্ঘ ৩৮ বছর পার করেছেন এই ইসলামি ব্যক্তিত্ব।

মাত্র ২২ বছর বয়সে ১৯৮৪ সালে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান শায়খ সুদাইস।  সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ এক নির্দেশনায় তাকে নিযুক্ত করেন।  একই বছরের মে মাসে (১৪০৪ হিজরি ২২ শাবান)  সর্বপ্রথম কাবার ইমামতি করেন।  আসর নামাজ পড়িয়ে সবচেয়ে বেশি পবিত্র মসজিদের ইমামতি শুরু করেন শায়খ সুদাইস। 

২০১২ সালে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পান সুদাইস। ২০১৪ সালে মসজিদে নববীতে প্রথমবারের মতো ইমামতির দায়িত্ব পালন করেন।  ২০২০ সালে শায়খ সুদাইস মসজিদুল হারামে একাধারে ৩০ বছর যাবত রমজানে পবিত্র কোরআন খতম করেন। সূত্র : হারামাইন ওয়েব সাইট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে