সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:২৬

জুমার ‍দিনে ৫ কাজের ছওয়াব

ইসলাম ডেস্ক : পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য মহাসম্মানিত একটি দিন। মহান আল্লাহ এই দিনকে সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় ফজিলতপূর্ণ করেছেন।  


জুমার দিনে ৫টি কাজ করলে প্রতি কদমে পূর্ণ এক বছরের নফল রোজা ও নামাজের সওয়াব পাওয়া যায়।

হাদিস শরিফের বিশুদ্ধ গ্রন্থগুলোতে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সকাল সকাল যথাসম্ভব হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকবে, তার প্রতিটি কদমে পূর্ণ এক বছরের নফল রোজা ও নামাজের সওয়াব দান করা হবে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/একে/এমহক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে