সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪২:১০

আবারো ইসলামের বিজয় হলো

আবারো ইসলামের বিজয় হলো

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে পর্দাকে ফরয করা হয়েছে। কিন্তু কিছুদিন আগে ফ্রান্সের একটি স্কুলে সারাহ নামের একটি মেয়ে লম্বা স্কাট পরে স্কুলে আসায় স্কুল কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করেছিল। ফ্রান্সের একটি স্কুলের ওই ঘটানাটিতে সমস্ত মুসলিম বিশ্বে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছিল। সোমবার আবার ওই মেয়েটি লম্বা স্কাট পরে পুনরায় স্কুলে প্রবেশ করলে এবার আর তাকে কেউ বাধা প্রদান করেনি। এ সময় স্কুল কর্তৃপক্ষ নিরব ছিল।


আলজেরিয়ান বংশোদ্ভূত ১৫ বছর বয়সি ওই ছাত্রী জানান, আমি এবং আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে যদি মার্জিত পোশাকে স্কুলে যেতে দেয়া না হয় তাহলে আমি স্কুলেই আর যাব না। অবশেষে আমাকে তারা বাধা দেয়নি।

মেয়েকে বাধা না দেয়ায় মেয়েটির বাবা বলেন, এটা ইসলামের বিজয়, তারা ইসলামের সৃজনশীলতার কাছে হেরে গিয়েছে।  । আলজেরিয়ান বংশোদ্ভূত সারাহ উত্তরপূর্ব ফ্রান্সের লিও লাগর্যাঞ্জ স্কুলের ছাত্রী।
সোমবার আনাদুলু বার্তা সংস্থাকে সারাহ ও তার পরিবার এ কথা জানিয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে