ইসলাম ডেস্ক: রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ উল্লেখ করে সংস্থাটির গবেষকরা বলেছেন, রোজা রাখার মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটান না।
কোভিড-১৯ কালে রোজা শুরু হওয়ায় আগে জারি করা এক নির্দেশিকায় এসব কথা বলেছেন ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া