সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫০:০৯

নামাজে কাতার দুরস্ত করা ও খালি জায়গা পূরণ করার গুরুত্ব

নামাজে কাতার দুরস্ত করা ও খালি জায়গা পূরণ করার গুরুত্ব

ইসলাম ডেস্ক:  হযরত বারা ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সাঃ) কাতারের এক কিনারা হতে অপর কিনারা পর্যন্ত যেতেন। আমাদের সিনা ও কাঁধের উপর হাত রেখে কাতারগুলিকে সোজা করতেন এবং বলতেন, কাতারে আগপিছ হয়ো না। যদি এমন হয় তবে তোমাদের অন্তরে একের সাথে অন্যের বিভেদ সৃষ্টি হয়ে যাবে। আর এও বলতেন, আল্লাহ তা’আলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগন তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন (আবু দাউদ)।


হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা কাতারের ডান দিকে দাঁড়ানো লোকদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগন তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। (আবু দাউদ)

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদে কাতারের বামদিকে এ জন্য দাঁড়ায় যে, সেখানে লোক কম দাঁড়িয়েছে তবে সে দুইটা সওয়াব পাবে।

ফায়দা: সাহাবা (রাঃ) যখন জানতে পারলেন যে কাতারের বাম দিক অপেক্ষা ডাক দিকের ফযীলত বেশি তখন তাঁদের আগ্রহ পয়দা হল যে, ডান দিকে দাঁড়াবেন। ফলে বাম দিকে জায়গা খালি থাকতে লাগল। এর পরিপ্রেক্ষিতে নবী করীম রাসুলুল্লাহ (সাঃ) বাম দিকে দাঁড়ানোর ফযীলতও ইরশাদ করলেন।

হযরত আয়শা (রাঃ) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা কাতারের খালি জায়গা পূরণকারীদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগন তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন।

যে ব্যক্তি নামাযের কাতার ভালভাবে মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তা’আলা তাকে নিজের সাথে মিলিত করবেন। কাতার মিলিত করার অর্থ দুইজনের মাঝখানে কোন ফাঁক না রাখা। আর কাতার ছিন্ন করার অর্থ হলো দু’জনের মাঝখানে ফাঁকা রাখা।

অন্য এক হাদিসে আছে- তোমরা তোমাদের নামাযের কাতার ঠিক করো এবং সোজা করো। অন্যথায় আল্লাহ তা’আলা তোমাদের চেহারা পাল্টে দিবেন। কোন কোন বর্ণনায় আছে যে, এ কারণে তোমাদের অন্তরে দ্বন্দ্ব ও বিরোধ সৃষ্টি হবে। (বুখারী, মুসলিম)

রুকু সিজদায় ইমামের আগে মাথা উঠানো মারাত্মক গুনাহ। এক হাদীসে এসেছে তোমাদের কেউ কি এ বিষয়ে ভয় করে না যে, যখন সে রুকু সিজদায় ইমামের আগে মাথা উঠায়, তখন তার মাথা গাধার মাথায় পরিবর্তন করে দিবেন। কিংবা তার আকৃতি গাধার আকৃতিতে পরিবর্তন করে দিবেন। (বুখারী, মুসলিম)
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/কামাল/ইস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে