করোনার ভয়াল থাবায় নাকাল সারা বিশ্ব। দিনকে দিন এর তাণ্ডব বেড়েই যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. সাউদ আল শুরাইম জুমা নামাজের ইমামতি করেন। নামাজের আগের খুতবায় তিনি রমজান মাসের শেষ ১০ দিনের আমলের প্রতি গুরুত্বারোপ করেন। মুসলিম উম্মাহর গুনাহ মাফ চেয়ে বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।