অন্য এক হাদীসে ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন মোমেন ব্যক্তিকে কবরে কোরআন পাক দেয়া হয় এবং তিনি তেলাওয়াতকরেন।
মহানবী হুযুরে আকরাম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ হেফয করাবস্থায় ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আ’লামীন তাঁর কবরে একজন ফেরেশতা নির্ধারিত করে দেন, তাকে সম্পূর্ণ কোরআন শরীফ হেফয করার জন্য, যাতে তিনি কেয়ামতের দিন কোরআনে হাফেয হিসেবে কবর থেকে উঠতে পারেন। (দায়লামী)
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/কামাল/ইস