ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অ'নুসা'রে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভি'ন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন।
আরব আমিরাতে ছয় মাসে দুই হাজারের বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের শিক্ষায় আকৃ'ষ্ট হয়ে দেশটিতে বসবাসরত বিভি'ন্ন দেশের নাগরিকরা মুসলিম হন। দুবাই ভিত্তিক সং'স্থা মুহাম্মদ বিন রাশিদ সে'ন্টার ফর ইসলামিক কালচারাল চলতি বছরের এক পরিসং'খ্যানে এ তথ্য জানায়। খবর খালিজ টাইমসের।
খবরে জানা যায়, আমিরাতের সরকারি পরিসংখ্যানে মতে ২০২১ সালের শুরু থেকে জুন মাস পর্যন্ত দুই হাজার ২৭ জন ইসলামিক সেন্টারে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা শাহাদাহ পাঠ করেছেন।
দুবাইয়ে অবস্থিত ইসলামিক অ্যা'ফে'য়ার্স অ্যা'ন্ড চ্যা'রিটে'বল এ'ক্টিভি'টিজ (আইএসিএডি)-এর তত্ত্বাবধানে নওমুসলিমদের ইসলামের উ'দার মনোভাব শিক্ষা দেওয়া হয়। এছাড়াও তাদেরকে ইসলামিক সেন্টারের পৃষ্ঠপোষকতায় সমাজ, শিক্ষা ও ধর্মীয় সহায়তা প্রদান করা হয়।
নওমুসলিমদের ইসলামের শিক্ষা, সংস্কৃতি ও উ'দার মনোভাবের প্র'সারে কাজ করে থাকে দুবাই ভিত্তিক এই সংস্থাটি। এছাড়াও ইসলামের মূল শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী ভি'ন্ন ধ'র্মাবল'ম্বীদের নিয়ে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সে'ন্টার ফর ইসলামিক কালচারাল-এর পরিচালক হিন্দ মুহাম্মদ লুতাহ বলেন, ‘ইসলামিক কালচারাল সেন্টার দুবাইয়ে বসবাসকারী সব স'ম্প্র'দায়ের মধ্যে সচেতনতা তৈরি করতে ইসলামী মূ'ল্যবোধ প্র'সারে কাজ করে। এক্ষেত্রে সব ধরনের প্রযু'ক্তিগত সুবিধার ব্যবহার করা হয়।
নিউ মুসলিম ওয়েলফেয়ার সেকশনের প্রধান হা'না আল জাল্লাফ জানান, ইসলামিক সে'ন্টার উন্নত ক'র্মপ'ন্থা'র আলোকে ইসলামী সংস্কৃতি, মধ্যপ'ন্থা ও স'হনশী'লতার মূল্যবো'ধ প্রচা'র করে। সেন্টারের প্র'শি'ক্ষ'ণের কারণে দুবাইয়ের দুই হাজার বাসিন্দা ইসলামে দীক্ষিত হয়েছেন।