রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৪:২৪:৫৫

ইজতেমায় এবার মাওলানা সাদ যে কারণে মোনাজাত পরিচালনা করলেন

ইজতেমায় এবার মাওলানা সাদ যে কারণে মোনাজাত পরিচালনা করলেন

ইসলাম ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হলো তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করতেন তাবলিগ জামায়াতের আমির মাওলানা জোবায়েরুল হাসান। কিন্তু এ বছর মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ। মাওলানা জোবায়েরুল হাসানের পরিবর্তে মাওলানা সাদ কেন মোনাজাত পরিচালনা করলো তা আপনি জানেন কি?

মাওলানা সাদ মূলত তাবলিগ জামায়াতের  শীর্ষ ও অন্যতম মুরুব্বি এবং ভারতের শীর্ষ আলেম। ২০১৪ সালে নয়াদিল্লির একটি হাসপাতালে তাবলিগ জামায়াতের আমির মাওলানা জোবায়েরুল হাসান মারা যাওয়ায় এ বছর মাওলানা সাদ আখেরি মোনাজাত পরিচালনা করার দায়িত্ব পান।

এর আগে মাওলানা জোবায়েরুল হাসান প্রায় দেড় যুগ ধরে বিশ্ব তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জোবায়েরুলের বাবা ইনাম-উল-হাসানও তাবলিগের তৃতীয় আমির ছিলেন। ইনাম-উল-হাসানের মৃত্যুর পর ১৯৯৬ সাল থেকে জোবায়েরুল টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন।

মোনাজাত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাওলানা সাদ দীর্ঘদিন ধরে মাওলানা জোবায়েরুলের পরিচালিত আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান করে আসছিলেন।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে