রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৭:৫২:৪৫

বিতর নামাজের নিয়ম এবং দোয়ায়ে কুনুতের বাংলা উচ্চারণ ও অর্থ

বিতর নামাজের নিয়ম এবং দোয়ায়ে কুনুতের বাংলা উচ্চারণ ও অর্থ

ইসলাম ডেস্ক: প্রতিদিন বেতর নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। তিন রাকায়াতের এই নামাজ এশার নামাজের পর পড়তে হয়। তবে বিতর নামাজের তৃতীয় রাকাআতে সূরায়ে ফাতিহার পর অন্য কোন সূরা বা আয়াত পড়ে আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে পুনরায় হাত বেধে দোয়ায়ে কুনুত পাঠ করতে হয়।  এরপর রুকু সিজদা ইত্যাদি যথারীতি আদায় করে নামাজ শেষ করবেন।

দোয়ায়ে কুনুতের বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু'মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ,
ওয়া নাতরুকু মাঁয়্যাফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক।

দোয়ায়ে কুনুতের অর্থ:
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই । তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। (যদিও) তোমার আজাবতো শুধুমাত্র কাফেরদের জন্যই র্নিধারিত। ''(তথাপি আমরা সেই আযাবের ভয়ে কম্পমান থাকি।)

রমজান মাস ব্যতীত সকল সময়ে বিতরের নামাজ একা একা এবং নিঃশব্দে পড়তে হবে। রমজান মাসে এই নামাজ জামায়েতের সাথে আদায় করা মুস্তাহাব। রমজান মাসে তারাবীর নামায শেষে ইমাম সাহেব প্রত্যেক রাকাতেরই সজোরে কেরাতে পাঠ করবে এবং তৃতীয় রাকাআতে ইমাম সাহেব কেরাত শেষ করে সশব্দে “আল্লাহু আকবর” বলে কান পর্যন্ত হাত উঠিয়ে পুণরায় বাঁধিবে।

মোক্তাদিগণ চুপি চুপি শুধু ইমামের অনুকরণ করবে। হাত বেধে সবাই চুপি চুপি দোয়ায়ে কুনুত পড়বেন। পরে যথাবিহিত ইমাম সাহেব রুকু, সিজদাহ, তাশাহুদ, দরূদ পড়ে ছালামের মাধ্যমে নামাজ শেষ করবে।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে