সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১২:১২:৩৯

৭ মাসে কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী আলাভীর বিশ্ব জয়

৭ মাসে কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী আলাভীর বিশ্ব জয়

ইসলাম ডেস্ক : সম্প্রতি ইরানের তেহরানে অনুষ্ঠিত ৩২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফিলিপাইনের দৃষ্টি প্রতিবন্ধী আসকারী ডুমাগায় আলাভী অনন্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তাঁর তেলাওয়াত আর সূরের মূর্ছনায় বিশ্বের খ্যাতিমান আলেমরাও মুগ্ধ হয়েছেন।এ জন্য বিচারকরা তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

ইরানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আসকারী ডুমাগায় আলাভী বলেন, ‘আমি ২০০১ সালে পবিত্র কোরআনে কারিম হেফজ করা শুরু করি এবং মহান আল্লাহতায়ালার অশেষ রহমত ও সাহায্যে মাত্র ৭ মাসের মধ্যে সম্পূর্ণ কোরআনে কারিম হেফজ করতে সক্ষম হই।’

আসকারী ডুমাগায় আলাভী আরও বলেন, ‘২০০১ সালে আমার বয়স যখন ১৭ তখন আমি বিভিন্ন ক্বারিদের কোরআন তেলাওয়াত শোনে সাত মাসের মধ্যে সম্পূর্ণ কোরআন হেফজ করে শেষ করি। ওই দিনগুলোতে আমি শুধু বিশ্বখ্যাত ক্বারিদের কোরআন তেলাওয়াত শুনতাম ও তা মুখস্থ করতাম। আমি আসলে ঠিক বলে বুঝাতে পারব না এটা কীভাবে সম্ভব হয়েছে।’

৩০ বছর বয়সী এ হাফেজ বলেন, ‘আমি প্রতিদিন ৬ ঘণ্টা করে কোরআন তেলাওয়াত শুনতাম এবং চর্চা করতাম। অবশেষে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছি। এখন আমি প্রতিদিন নিয়ম করে ৪ ঘন্টা কোরআন তেলাওয়াত করি।’

আলাভী তার নিজের জীবনে পবিত্র কোরআনে কারিমের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ‘যদিও আমি চোখে দেখি না, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করি যে, পবিত্র কোরআনে কারিম আমার জীবনের আলো। আজ আমার যা কিছু রয়েছে এর সবই পবিত্র কোরআনের বরকতে অর্জন করেছি।’

আসকারী ডুমাগায় আলাভী ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের বাসিন্দা।

উল্লেখ্য যে, গত ১৫ মে, শুক্রবার থেকে ইরানের রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার অধিবেশনে ৮০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি চলে ২৪ মে পর্যন্ত। সেখানেও তিনি অনন্য কৃতিত্বের সাক্ষর রাখেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে