আত্মার জিজ্ঞাসায় অনুসন্ধানের জন্যে খোদার কাছে প্রার্থনার জন্যে রাত কাটাতে বলেছেন ত্রয়োদশ শতাব্দীর প্রখ্যাত সুফি কবি মাওলানা রুমি। অন্তত একটি রাত প্রার্থনায় কাটাতে বলেছেন রুমি, বলেছেন জীবনে আপনি হাজারো রাত্রি ঘুমের দোলনায় কাটিয়েছেন। অন্তত একটি রাত্রি খোদার রাহে কাটান। বন্ধুর জন্যে। ঘুমিও না।
প্রেমময়ী প্রত্যক্ষদর্শী রাতে কখনো ঘুমায় না। খোদার পথ অনুসরণ করে। নিজেকে তার জন্যে উৎসর্গ কর। দুঃখের রাত্রিতে খোদাকে ডাক, কাঁদ, ঘুমিও না। সেই রাত যখন মৃত্যু তোমার কাছে হানা দেবে, রাতে যখন ভয় তোমাকে আবৃত করে তখন ঘুমিও না, খোদার কাছে কাঁদ। খোদার কাছে রাতে আপনার এই কান্না আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। ভোরের বাতাসে আপনাকে বলার মতো রহস্য রয়েছে। ফিরে ঘুমাতে যাবেন না। আপনি কি চান তা খোদাকে বলুন। রাতের প্রার্থনা আপনাকে ভিন্ন এক জগতে নিয়ে যাবে।
আপনার এ গোপন কান্নার ভেতরে ভোরের বাতাস আপনাকে অনেক অজানার জানান দেবে। আপনার পুরনো অভ্যাসগত চিন্তাভাবনা এবং আচরণ থেকে আপনাকে মুক্তি দেবে। রুমি আমাদের মনে করিয়ে দেন, রাতের প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অনায়াসে আমরা আমাদের অভ্যাসগত প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারি কেননা একই রকমের পুরোনো বৃত্তের জীবনে ফিরে যাওয়ার দরকার নেই। আপনি আসলে কি চান? খোদার সঙ্গে আপনার সম্পর্কের সীমানা নির্ধারণে রাতের প্রার্থনাকে বেছে নিন, ধারাবাহিক অনুশীলনে যোগ দিন।
রুমি বলেন রাতের প্রার্থনা আমাদের সচেতনতা এবং পছন্দের মুহূর্তগুলির খুব সূক্ষ্ম পরিবর্তনের ক্ষমতাকে স্পর্শ করে। গভীরভাবে আমরা এটি অনুভব করতে পারি এবং এমনকি এটির স্বাদও নিতে পারি। একটি রাত না ঘুমিয়ে যাপিত জীবনের স্রোত অতিক্রম করার শক্তি অর্জন করুন।