সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০১:১০:২৪

ওমানে দেড় বছর পর মসজিদে জুমার নামাজের অনুমোদন

ওমানে দেড় বছর পর মসজিদে জুমার নামাজের অনুমোদন

প্রায় দেড় বছর পর ওমানের মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নিবন্ধন করে মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন। টাইমস অব ওমান এ খবর জানায়। 

ওমানের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জুমার নামাজের জন্য মসজিদ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট লিংকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে জুমা আদায়ে অনুমোদনের আবেদন করা যাবে।

বিবৃতিতে আরো বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে মসজিদের ধারণক্ষমতার অর্ধেক মুসল্লি অংশ নিতে পারবেন। তাছাড়া করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের অন্তত একটি টিকা নিতে হবে। 

কভিড-১৯ সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর্যন্ত মসজিদে জুমার নামাজ স্থগিত ছিল। এরপর দেশটির স্বাস্থ্যমন্ত্রী অবস্থার উন্নতির কথা জানালে মসজিদে জুমার নামাজ আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমদ মোহাম্মদ আল সায়িদ জানান, ওমানে করোনা পরিস্থিতি ক্রমাগত উন্নতি হচ্ছে। নতুন সংক্রমণ ও মৃত্যু সংখ্যার ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্তমানে ওমানে মাত্র ২০জন রোগী আইসিইউতে আছেন। তবে সতর্কতামূলক সবাইকে স্বাস্থ্যবিধি ও সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ অনুসরণের প্রতি স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন। 

ওমানের শতকরা ৯২ ভাগ লোক করোনা টিকার প্রথম ডোজ নেন। এদের মধ্যে ৭৪ ভাগ উভয় ডোজ সম্পন্ন করেন। আগামী মাসের শেষ নাগাদ করোনা টিকার উভয় ডোজ শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সূত্র : টাইমস অব ওমান 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে