সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৮:১৯:৩৮

বিপদে পড়লে আল্লাহ পাক কোরআনের ছোট্ট এই আয়াতটি পাঠ করতে বলেছেন

বিপদে পড়লে আল্লাহ পাক কোরআনের ছোট্ট এই আয়াতটি পাঠ করতে বলেছেন

ইসলাম ডেস্ক: জীবনে চলার পথে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। কারণ মানুষের জীবনে বিপদ আপদ বলে কয়ে আসে না। কিন্তু আপনি জানেন কি, বিপদে পড়লে আপনাকে কি করতে হবে? এর উত্তর মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন। তাই আল্লাহ তায়ালা নির্দেশ অনুযায়ি বিপদে মুসিবতে পড়লে আমরা দেয়াটি অবশ্যই আমল করবো। ইনশাল্লাহ।

দোয়াটি হলো-
ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউন। (সূরা বাক্বারা : আয়াত ১৫৬)।
অর্থ : আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তাঁর সান্নিধ্যে ফিরে যেতে হবে।

এ দোয়াটি পাঠ করলে একদিকে যেমন অসীম সওয়াব পাওয়া যায় আবার বিপদের সময় আন্তরিক প্রশান্তি লাভ করা যায়।

সুতরাং মানুষ তার মনের একান্ত সৎ কামনা বাসনা, চাওয়া-পাওয়া তথা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহর শিখানো ভাষায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জবান মুবারকের হাদীসের বর্ণনায় আমল করলে আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার নেক মাকসেদ পূরণ ও বিপদ-আপদ দূর পারেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে