সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০:২১

যতই খারাপ সময় হউক নামাজ ছাড়া যাবে না

যতই খারাপ সময় হউক নামাজ ছাড়া যাবে না

কিছু কিছু মানুষ কষ্টকর কোন পরিস্থিতিতে পতিত হলে নামাজ পড়া ছেড়ে দেয়। "নামাজ পড়ে আর কি হবে!! পড়ার আগ্রহ পাই না।" যদি এমনটি করেন তাহলে আপনি এর মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলছেন।

ঐ নামাজটিই আপনাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে। জীবন পথে আমরা যে নানারকম সমস্যার সম্মুখীন হই, নামাজ আমাদেরকে মানসিক শক্তি দান করে যেন আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারি। নামাজ বাদ দেয়ার মাধ্যমে আপনি আপনার ঔষধ নেয়া বাদ দিচ্ছেন। আমরা যখন নামাজ পড়া ছেড়ে দেই, তখন আমরা আসলে আমাদের চিকিৎসা বাদ দিচ্ছি।

এমনকি আপনার অবস্থা যদি এমন হয় "নামাজ পড়ার সময় আমি কিছুই অনুভব করি না।" তবু, নামাজ পুড়ন। অনুভূতিটা যদি চিকন সুতোর মত পাতলা হয় তবু নামাজ ছাড়বেন না। পরে একসময় এটি শক্তিশালী হয়ে উঠবে। অন্তত ফরজটুকু হলেও পড়ুন। সালাত বাদ দিবেন না। নিজের এতো বড় ক্ষতি করবেন না।

আল্লাহ বলেছেন যদি তারা এমনটি করতে পারে - لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ - "তাহলে আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব, আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত।" (২৯:৭)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে