ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ অক্টোবর) ইসরায়েলি দখলদারদের বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় ৪০ হাজার মুসল্লি অনুষ্ঠিত জুমার নামাজে অংশগ্রহণ করেন।
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম এলাকার ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, জুমার দিন ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। জেরুজালেম ও অন্যান্য স্থান থেকে মসজিদুল আকসায় প্রায় ৪০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। তবে পশ্চিম তীরের মুসল্লিদের খুবই কম আসার অনুমতি দেওয়া হয়। সূত্র : প্যালেস্টাইন টুডে