শুক্রবার, ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৫৯:২৬

বৃষ্টির জন্য সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে নামাজ আদায়

বৃষ্টির জন্য সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে নামাজ আদায়

বৃষ্টির জন্য সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। গতকাল বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয় বলে জানা গেছে।

এদিন বৃষ্টির জন্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পবিত্র মসজিদ আল-হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ নামাজে মক্কার গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল অংশ নেন। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। নামাজের পর তিনি রীতি অনুযায়ী খুতবা পাঠ করেন।

সৌদির সব অঞ্চলে বৃষ্টির জন্য এই নামাজের দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। সেখানে ড. আবদুল মুহসিন আল কাসিম ইমামতি করেন। সেখানে অংশ নেন মদিনা মোনাওয়ারার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে