মহামারী করোনার দাপটে থমকে গিয়েছিল সারা দুনিয়া। স্বাভাবিক জীবনে নেমে এসেছিল বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতা। মারা গেছে হাজার হাজার মানুষ। অবশেষে আবিষ্কার হয়েছে করোনা ভ্যাকসিন। আবার শুরু হয়েছে স্বাভাবিক জীবন।
আর এমন পরিস্থিতিতে এবার মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসুল্লিদের জন্য সীমিত ছিল।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবে। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।