রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ০৫:৫২:১২

মোটর সাইকেল চালিয়ে কায়রো থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন ৬৪ বছরের বৃদ্ধ

মোটর সাইকেল চালিয়ে কায়রো থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করলেন ৬৪ বছরের বৃদ্ধ

মোটর সাইকেল চালিয়ে কায়রো থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন এক মিসরীয় বৃদ্ধ। ৬৪ বছর বয়সী ইসমাইল আবদুল লতিফ ইবরাহিম গাবিস তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওমরাহ পালন করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে গালফ নিউজ এ খবর জানায়।

জানা যায়, ইসমাইল প্রথমে মক্কায় পৌঁছে গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালন করেছেন। অতঃপর নামাজ আদায় করেছেন। এরপর মদিনায় মসজিদে নববিতে নামাজ আদায় করবেন ও মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন।

বয়সের বার্ধক্য ইসমাইলকে মোটেও বিচলিত করেনি। এ বয়সেই মোটর সাইকেল করে নানা দেশে ভ্রমণে করেন ইসমাইল। এমনকি তিনি আরববিশ্বের বিভিন্ন দেশে মোটর র‌্যলিতে অংশ নিয়েছেন। মিসরীয় মোটর সাইকেল র‌্যালি দলের সদস্য হওয়ার সুবাদে সৌদিসহ বিভিন্ন আরব দেশে অনুষ্ঠিত র‌্যালিতে তিনি অংশ নিয়েছেন। 

ইসমাইল জানান, কায়রো থেকে কয়েক হাজার কিলোমিটার দূরত্বে মক্কার উদ্দেশ্যে গমন করেন। সত্যিই তা আধ্যাত্মিকতায় ভরপুর একটি ভ্রমণ ছিল। আমি ওমরাহ পালন করতে কায়রো থেকে বের হই। এরপর ফেরি করে জেদ্দায় আসি। অতঃপর মক্কায় ওমরাহ পালন করে মদিনায় যাই।

গত ৩১ অক্টোবর ইসমাইল ভিসা ও ভ্রমণ অনুমোদন নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাত্র ছয়দিনের মধ্যে তিনি মক্কায় যাবেন। সূত্র : গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে