শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ০৮:৫২:১০

ওমরাহ পালনে বিদেশিদের জন্য এবার নতুন নিয়ম

ওমরাহ পালনে বিদেশিদের জন্য এবার নতুন নিয়ম

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা আসছে। এতে ৫০ বছরের বেশি বয়সী বিদেশিরা ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।তবে ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার দেওয়া হবে না। সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার কারণে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। বর্তমানে সেই নিয়মের পরিবর্তন আসছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের মেনে এই অনুমতি দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে