পবিত্র মসজিদুল হারামের তাওয়াফের ভিড় বাড়ছে। ২০২২ সালে করোনা ভাইরাসের পর প্রথম বারের মতো এ ভিড় তৈরি হচ্ছে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) থেকে মসজিদের প্রথম তলায় ওমরাযাত্রী ছাড়াও অন্যদের তাওয়াফের অনুমোদন দিয়েছে সৌদি সরকার।
সৌদি টিভি চ্যানেল আল ইখবারিয়া এক টুইট বার্তায় জানায়, পবিত্র মসজিদুল হারামের প্রথম তলায় ওমারাযাত্রী ছাড়াও অন্য মুসল্লিদের তাওয়াফের অনুমোদনের পর ভিড় তৈরি হয়েছে। ভিডিওতে পবিত্র কাবা প্রাঙ্গণ ও মসজিদের প্রথম তলায় তাওয়াফের ভিড় দেখা গেছে। পবিত্র মসজিদুল হারামে প্রবেশের পর দুই রাকাত নামাজের আগে তাওয়াফ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় এ অনুমোদন দেওয়া হয়। পবিত্র মসজিদুল হারামের পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার একথা জানিয়েছেন। তবে ওমরাহ ছাড়া সাধারণ মুসল্লিদের তাওয়াফের জন্য নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। সূত্র : আল জাজিরা নেট