সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৫:২৮

ঘানায় আগুনে পুড়ে গেল সব, অক্ষত রইল কোরআন শরিফ

ঘানায় আগুনে পুড়ে গেল সব, অক্ষত রইল কোরআন শরিফ

ইসলাম ডেস্ক : পশ্চিম আফ্রিকার একটি দেশ ঘানা। শতাধিক জাতির বসবাস ঘানায়। ঘানার প্রধান শহর ও রাজধানীর নামা আক্রা। এখানে জাতিগত কোনো সংঘাত নেই।

ঘানার বেশিরভাগ মানুষ দরিদ্র। এটি কৃষিপ্রধান দেশ। জাতিসঙ্গের সাবেক সহাসচিব কফি আনান ঘানা থেকে উঠে আসেন। ঘানার সরকারি ভাষা ইংরেজী। তবে তাদের সবাই কোনো না কোনো নিজস্ব ভাষায় কথা বলতে পারেন।   
 
গত শুক্রবার ঘানা প্রজাতন্ত্রের একটি এপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু পুড়ে গিয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে শুধু অক্ষত রয়েছে কোরআনে কারিমের কপি। ঘানাসেলিব্রেটি নামের একটি গণমাধ্যম দিয়েছে এই খবর।

ঘানাসেলিব্রেটির খবরে বলা হয়, প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলের সাকুন্দ শহরের একটি এপার্টমেন্টে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চার রুমের ওই এপার্টমেন্টে ঘানার এক ও লেবাননের দুই অধিবাসী বসবাস করত।

অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলেন না তারা। ঘটনার পর আগুন নিয়ন্ত্রনে আনেন ধমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রনের পরে দেখা যায় ওই এপার্টমেন্টের সব কিছু পুড়ে ধ্বংস হয়ে গেছে। শুধু অক্ষত রয়েছে, এক খণ্ড কোরআন শরিফ। এই বিষয়টি নিয়ে ঘানায় আলোড়ন সৃষ্টি হয় বলেও জানায় ওই গণমাধ্যম।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে