বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১০:২৯:৩৪

আল কোরআনের হস্তলিপিতে ৫৬ বছর বয়সী এক ফিলিস্তিনির বিস্ময়কর সাফল্য

আল কোরআনের হস্তলিপিতে ৫৬ বছর বয়সী এক ফিলিস্তিনির বিস্ময়কর সাফল্য

ইসলাম ডেস্ক : বিভিন্ন যুগে কোরআন হস্তলিপি ও ক্যালিগ্রাফী করে ক্যালিগ্রাফাররা যেমন খ্যাতি লাভ করেছেন তেমনি আবার কোরআনের হস্তলিপি শিল্পকে করেছেন সমৃদ্ধ। আধুনিক প্রযুক্তির নানা সুবিধা আসার পরও সৌখিন কোরআনপ্রেমীরা তাদের এই চর্চা আজো ধরে রেখেছেন। ‘ওসমান তাহা’ বর্ণমালায় পবিত্র কুরআন লিখছেন ফিলিস্তিনি ক্যালিগ্রাফার ‘হাশেম কুলুব’।

বার্তা সংস্থা ইকনা জানায়, ৫৬ বছরের ফিলিস্তিনি ক্যালিগ্রাফার ‘হাশেম কুলুব’ লোহার টেবিলের ওপর উক্ত কুরআন শরিফটি লেখা শুরু করেছেন।
তিনি বড় সাদা কাগজের ওপর পবিত্র কুরআন শরিফ লিখছেন। প্রায় ৬ মাসে ১৫ পারা কুরআন শরিফ লেখা শেষ করেছেন। ১ মিটার দৈর্ঘ্য ও ৭০ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজের ওপর লিখছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৬ সাল শেষ হওয়ার পূর্বে কুরআন শরিফটি শেষ করবেন।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে