বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৭:৩১

এক ক্যাথলিক খ্রিষ্টান নারীর ইসলাম গ্রহণের জবানবন্দি

এক ক্যাথলিক খ্রিষ্টান নারীর ইসলাম গ্রহণের জবানবন্দি

ইসলাম ডেস্ক : আমার নাম আয়েসা, থাকতাম উত্তর হাঙ্গেরিতে। সেকেন্ডারি স্কুলে ইতিহাস ক্লাসে আমি প্রথম ইসলাম ধর্মের নাম শুনেছিলাম। ইতিহাসে ইসলামের কথা থাকার কারণ, হাঙ্গেরি ১৫০ বছর তুর্কি শাসনে ছিল।

আমি বিশ্ববিদ্যালয়ে মলেকুলার বায়োলজিতে পড়ার সময় কয়েকজন বিদেশী মুসলমান ছাত্রের সাথে পরিচিত হই। আমি সবসময় আশ্চর্য হয়ে ভাবতাম, মুসলমানরা কেন তাদের মুসলিম পরিচয় নিয়ে এত গর্বিত।

আমি ছিলাম ক্যাথলিক। কিন্তু সবসময় আমার ধর্মের কিছু কিছু ব্যাপারে একমত হতে পারতাম না, সন্দেহের ঘেরাটপে থাকতাম। উদাহরণ হিসেবে একটা কথা বলা যায়, ঈশ্বরের ছেলে থাকা এবং ট্রিনিটি তত্ত্ব আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হতো না।এরপরই আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি।

ইসলাম গ্রহণ করে সত্যের আলো আমাকে স্পর্শ করেছে।সত্যিকার অর্থেই ইসলাম আমার জীবনকে একেবারেই পাল্টে দিয়েছে। আমি কোরআন পড়ে আমার স্রষ্টাকে চিনেছি। জেনেছি ইহকাল ও পরকালের সঠিক চিত্র।  
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে