সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১০:৫১:৫০

যেখানে কোরআন শরীফ পড়াটাই যেন বড় অপরাধ

যেখানে কোরআন শরীফ পড়াটাই যেন বড় অপরাধ

ইসলাম ডেস্ক: মুসলমান জনসংখ্যা বলতে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বোঝায়। ২০০৯-এ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ মুসলমান। এ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলমান।

অথচ পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই দেশটিতে মুসলমান হওয়াটাই যেন অপরাধ। সেই দেশটির নাম মিয়ানমার। যেখানে নামাজ যেমন আদায় করা যায় না, তেমনই পড়া যায় না পবিত্র কোরআন।

যে দেশটির চেয়ে সাগরে মৃত্যুর চেয়ে ভূমিকম্প বিধ্বস্ত নেপাল অনেক ভালো। মিয়ানমারে মুসলমান হওয়াটাই যেন একটা বড় অপরাধ। গত বছর নেপালে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর ভীত-সন্ত্রস্ত্র হাসান টাইম সাময়িকীকে কথাগুলো বলেছিলেন। ২২ বছরের এই তরুণ বৌদ্ধ হামলা থেকে রক্ষা পেতে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিলেন নেপালে। তিনি একা নন, আরো অনেক রোহিঙ্গা নেপালে পাড়ি দিয়েছেন। অন্য অনেক দেশেও তারা আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাদের নিয়ে বর্তমান সময়ে আলোচনা না থাকলেও ম্যাগাজিনটি সম্প্রতি জানিয়েছে এখনো হাজার হাজার রোহিঙ্গা সাগরে ভাসছেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড উপকূলেই তারা নৌকাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

তারা সাগরে মরছে, বিনা খাদ্যে, বিনা চিকিৎসায়। কিন্তু তবুও বৌদ্ধদের অসহনীয় নির্যাতনে অতীষ্ট হয়ে মিয়ানমার ছাড়তে বাধ্য হচ্ছে। সে সময় যারা নেপালে আশ্রয় পেয়েছেন, তারা নিজেদের ভাগ্যবান মনে করেছেন। কারণ তাদের নিজ দেশের অবস্থা এতোটাই খারাপ যে, সেখানে মুসলমান হওয়াটাই একমাত্র অপরাধ।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে