সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:০৫:৫৫

যারা এই ৬টি আমল করবে, রাসূল (সা.) তাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন

যারা এই ৬টি আমল করবে, রাসূল (সা.) তাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতদেরকে নামাজ আদায়ের পাশাপাশি ছয়টি কাজ করতে বেশি উৎসাহ দিয়েছেন।

এ বিষয়ে হযরত উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি-
* কথা বললে সত্য বলবে।
* ওয়াদা করলে পূর্ণ করবে।
* আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে।
* লজ্জাস্থানের হিফাজত করবে।
* দৃষ্টি অবনত রাখবে।
* হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।
[মুসনাদে আহমাদ]
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে