সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩, ১২:৫৩:১৯

রোজা রেখে চুল, নখ কিংবা শরীরের অবাঞ্ছিত পশম পরিস্কার করা যাবে কি?

রোজা রেখে চুল, নখ কিংবা শরীরের অবাঞ্ছিত পশম পরিস্কার করা যাবে কি?

ইসলাম ডেস্ক : রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে চুল, নখ কিংবা শরীরের অবাঞ্ছিত পশম পরিস্কার করা যাবে কি? চুল, নখ কাটলে বা ক্ষৌরকর্ম করলে কি রোজা ভেঙে যাবে?

‘না’, রোজা ভঙ্গের সঙ্গে চুল, নখ কাটা বা অবাঞ্ছিত পশম পরিস্কার করার কোনো সম্পর্ক নেই। তাই রোজা রেখে হাত-পায়ের নখ কাটলে, মাথার চুল কাটালে কিংবা শরীরে অযাচিত লোম পরিস্কার করলে রোজার কোনো ক্ষতি হবে না।

তাই রমজানে রোজা রেখে দিনের বেলায় হাত-পায়ের নখ কাটা, মাথার চুল কাট, মোচ ছাটা বা অবাঞ্ছিত পশম মুণ্ডানো, কামানো বা উপড়ানো জায়েজ আছে। এতে রোজার কোনো ক্ষতি হবে না।

তবে ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাফ কাজ সবসময়ই নিষেধ। বরং তা রমজানের ইবাদতের মাসে আরও বেশি ক্ষতির কারণ। তাই রমজানে রোজা অবস্থায় কোনো প্রকার ফরজ, ওয়াজিব ও সুন্নতের বরখেলাফ কোনো কাজ অবশ্যই কঠোরভাবে নিষিদ্ধ ও অধিক নিন্দনীয়। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে