ইসলাম ডেস্ক : দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশর সালেহ আহমেদ তাকরীম। তাকে নিয়ে সারাদেশে সৃষ্টি হয়েছে আলোড়ন। পেয়েছেন মোটা অংকের টাকা পুরস্কারও। স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৭১ লাখ ৭০ হাজার ৮৯৪ টাকা।
এই পুরস্কারের টাকা দান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গুজব। অনেকেই বলছে, তাকরীম তার পুরস্কারের পুরো টাকাই সম্প্রতি বঙ্গবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দান করেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায় এটি একটি গুজব।
এ বিষয়ে কথা বললে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বাংলাভিশনকে জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছেন তা একটি গুজব। তাকরীমের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘তাকরীম ছোট মানুষ। আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে এমন কিছু ছড়াবেন না, যাতে তাকরীম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’