মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:১৬:১৯

হজের জন্য সঞ্চয় করা শুরু ২০ বছর ধরে, মক্কায় গিয়ে মৃত্যু

হজের জন্য সঞ্চয় করা শুরু ২০ বছর ধরে, মক্কায় গিয়ে মৃত্যু

ইসলাম ডেস্ক : মিশরের দুই বোন জামালত এবং সুআদ। তাদের ২০ বছরেরও বেশি সময় ধরে মক্কায় হজ যাত্রা করার স্বপ্ন ছিল। অবশেষে তারা যখন হজ করতে পবিত্র নগরী মক্কায় যান তখন হজ যাত্রার পঞ্চম দিনে বড় বোন জামালত মৃত্যুবরণ করে। গালফ নিউজ জানায়, বোনেরা ২০০২ সালে থেকে হজ যাত্রার জন্য সঞ্চয় করা শুরু করে এবং একে অপরের প্রতি তাদের অবিরাম সমর্থন ছিল।

স্থানীয় মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে ছোট বোন সুয়াদ, তার বড় বোনের সাথে ভাগ করে নেওয়া শেষ মুহূর্তগুলো এবং কীভাবে তিনি এই শোকের সাথে লড়াই করছেন তা প্রকাশ করেছেন।

তিনি বলেন, জামালত ছিল আমার হাতের লাঠি, আমার সমর্থন। আমাদের একসাথে পৃথিবী দেখার পরিকল্পনা ছিল। জামালত মারা গেলে সুআদ তার বোনকে ছাড়া হজের বাকি আনুষ্ঠানিকতা চালিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলেন।

এদিকে সুয়াদ বলেন, আমরা একসঙ্গে হজের সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম। তবে সান্তনা এই যে, আমার বোন তার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে