বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ০১:৩৭:০৭

নামাজের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি কাজ মুনাফিকের আলমত

নামাজের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি কাজ মুনাফিকের আলমত

ইসলাম ডেস্ক : মুসলমানদের ফরজ ইবাদত হচ্ছে নামাজ। আর মুমিনের আলামত হলো- নামাজ পড়া; রাত জেগে ইবাদত করা; দান-খয়রাত করা। কিন্তু নামাজ পড়া সত্ত্বেও অনেকের নাম মুনাফেকির কাতারে লিখিত হয়।

নামাজের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি কাজকে মুনাফিকের আলমত হিসেবে উল্লেখ করা হয়েছে। নামাজ পড়া সত্ত্বেও তা মুনাফিকের আলামত হিসেবে সাব্যস্ত। এই কাজ ৬টি কী কী? আসুন জেনে নেই-

১. অলসতাসহ নামাজে দাঁড়ানো। ২. মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ানো। ৩. নামাজকে বিলম্বে আদায় করা। ৪. তাড়াহুড়া করে নামাজ শেষ করা। ৫. নামাজে দোয়া-জিকির খুব সামান্য করা। ৬. জামাতে উপস্থিত না হওয়া।

মানুষের সামনে মনোযোগের সঙ্গে নামাজ আদায় করাগ; একা একা নামাজ আদায়ের সময় অমনোযোগী হওয়া এবং নামাজে তড়িঘড়ি করা; মজলিসে আল্লাহকে স্মরণ করলেও নির্জনে তার রবকে ভুলে যাওয়া; এসবই মুনাফিকের আলামত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে