বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২০:২৪

আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যিনি

আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যিনি

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা আল্লাহ তা’য়ালার নির্দেশ মোতাবেক নামাজ, রোজা, হজ, যাকাতসহ বিভিন্ন ধর্মীয় কাজ করে থাকেন। এরপরও এমন কিছু রয়েছে যেগুলো আল্লাহ তায়ালার কাছে অধিক প্রিয়। ধর্মের ফরজ কাজগুলোর পাশাপাশি যারা এই কাজগুলো করে থাকেন আল্লাহ তা’য়ালার নিকট এই শ্রেণীর মানুষগুলো অধিক প্রিয়।

এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ‘আমার নিকট তো সেই লোকদের মর্যাদা অধিক যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আমার রাস্তায় নিজদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, তারাই সফলকাম। এই শ্রেণীর লোকদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে।’ (সূরা তওবা: ১৯-২২)

এছাড়া আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের অন্য একটি সূরায় বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত লোক ছাড়া মুসলমানদের মধ্যে যারা জিহাদে অংশগ্রহণ করে না তারা ওই সব মুসলমানের সম মর্যাদার নয়, যারা জান ও মালসহ জিহাদে অবতীর্ণ হয়েছে।’ (সূরা আন নিসা: ৯৫)
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে