শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৬:১৭

ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানি ব্যক্তি যিনি

ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানি ব্যক্তি যিনি

ইসলাম ডেস্ক: আপনি জানেন কি, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানি ব্যক্তি কে? ঠিক এই প্রশ্নটিই করা হয়েছিল আমাদের দীনের নবী রাসূলে পাক (সা.)কে।  তিনি বলেছেন, তাকওয়ার অধিকারী ব্যক্তিরাই সবচেয়ে সম্মানি।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো- সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? তিনি বললেন, ‘সবার চেয়ে যে বেশি আল্লাহকে ভয় করে। সাহাবাগণ বললেন, আমরা আপনাকে এ কথা জিজ্ঞাস করছি না। তিনি বললেন, আল্লাহর নবি ইউসুফ, তাঁর পিতা আল্লাহর নবি, তাঁর পিতা আল্লাহর নবি এবং তাঁর পিতা ইবরাহিম খলিলুল্লাহ।

সাহাবাগণ বললেন, ‘আমরা আপনাকে এ বিষয়ে জিজ্ঞাস করছি না।’ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তাহলে তোমরা আরবের বিভিন্ন গোত্রের কথা জিজ্ঞাস করছো? জেনে রাখ! জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে যারা ভালো ছিল, তাঁরা ইসলামের যুগেও ভালো, যদি তারা বুদ্ধিমান ও জ্ঞানবান হয়ে থাকে। (বুখারি ও মুসলিম)
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে