সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১২:৩৫

আল্লাহ পাক পৃথিবীর যে স্থানকে ফসলহীন উপত্যকা বলেছেন

আল্লাহ পাক পৃথিবীর যে স্থানকে ফসলহীন উপত্যকা বলেছেন

ইসলাম ডেস্ক: এটি এমন একটি উপত্যকা যেখানে চাষাবাদ হয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তা’য়ালা ফসলহীন উপত্যকা বলতে মক্কা নগরীকে বুঝিয়েছেন।

‘হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের (মক্কার কাবা শরিফের) নিকট বসতি স্থাপন করালাম। [ইবরাহিম, ১৪ : ৩৭]

এটি সেই বিবৃতি যা আল্লাহর নবী হযরত ইব্রাহিম (আ.) আজ থেকে চার হাজার বছরেরও আগে তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে দিয়েছিলেন। এটি লক্ষণীয় বিষয়, এই চার হাজার বছরের দীর্ঘ সময়েও এই উপত্যকার ভূমিতে তার চারপাশে কোনো পরিবর্তন আসে নি। মক্কা এখনও অনাবাদী ভূমি হিসেবে রয়ে গেছে।
০৮ ফেব্রুয়ারী ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে