বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৯:৩২

আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

শায়েখ উমায়ের কোব্বাদী, অতিথি লেখক: প্রত্যেক মুমিনের ইচ্ছে থাকে আল্লাহ তায়ালার প্রিয় হবার। আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে হলেররাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করতে হবে। বর্ণিত হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার নবী (সা.)-এর অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন।’ (আলে ইমরান: ৩১)। ইমানকে ভালোবাসা ও কুফরকে ঘৃণা করতে হবে। (হুজুরাত: ৭)

একজন মানুষ আল্লাহ তায়ালার কতটুকু প্রিয় বা আল্লাহর কতটুকু কাছের। তা বুঝার বেশ কিছু আলামত বলেছেন আলেমরা। আলেমরা বলেন, তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?

- যদি দেখ তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান। 
- যদি দেখ তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান। 

-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন। 
- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন। 

-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দোয়াতে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান। 

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে