মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৭:৪৭

যে দোয়ায় মুক্তি মিলবে নিষিদ্ধ কাজের পাপ থেকে

যে দোয়ায় মুক্তি মিলবে নিষিদ্ধ কাজের পাপ থেকে

ইসলাম ডেস্ক : আমরা অনেক সময় এমন কিছু কাজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যা বৈধ কাজ নয়। যেমন, কোন জিনিস প্রাপ্তি লোভ, মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য আল্লাহর নিকট সাহায্য চেয়ে দোয়া করি। যা ইসলামে সম্পূর্ণভাবেই এসব নিষিদ্ধ পাপ, গুরুতর অন্যায়।

এমন আমরা অনেকেই অগ্যতা বসত করে থাকি। যারা এমন করেছি, তারা নিঃসন্দেহে পাপ করেছি। তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার কি কোন উপায় আছে? হ্যাঁ আছে। একটি দোয়া পাঠে এমন পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুরা হুদ'র ৪৭ নং আয়তের দোয়াটি পাঠ করলে এমন পাপ থেকে আল্লা মুক্তি দিতে পারেন।

উচ্চারণ: রাব্বি ইন্নি আউজুবিকা আন্ আস্আলাকা মা-লাইসা লি বিহি ইলমুন; ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। (সুরা হুদ : আয়াত ৪৭)

অর্থ : হে প্রভু! যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে চাওয়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তরর্ভূক্ত হয়ে যাবো।

উৎস : হজরত নুহ আলাইহিস সালামের ছেলে যখন তাঁর অবাধ্য হয়ে প্লাবনের সময় নৌকায় আরোহন করেনি। প্লাবনের ঢেউয় যখন তাকে ডুবিয়ে দিলো। তখন নুহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ! আমার পুত্রতো আমার পরিবারভূক্ত। তখন আল্লাহ বলেন, ‘নুহ যে তোমার কথা শোনে না সে তোমার পরিবারভূক্ত নয়। তখন নুহ আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে উক্ত দোয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে