ইসলাম ডেস্ক : মদিনার প্রাণকেন্দ্রে একটি ঐতিহাসিক কূপ রয়েছে। হজরত উসমান রা. সেটি খনন করেছিলেন। মুসলমানদের কাছে এর তাৎপর্য অনেক। সম্প্রতি কূপটি সংস্কার করা হয়েছে। এর গভীরতা ও গৌরব পুনরুদ্ধারের জন্য দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে যাওয়া হয়েছে।
পুনরুদ্ধার প্রকল্পটি বড় উদ্যোগের একটি অংশ। ব্যাপক উদ্যোগের লক্ষ্য হলো সমগ্র অঞ্চলজুড়ে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পুনর্বাসন করা। যেন দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা যায় এবং সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা যায়।
কূপটি মদিনার আল বাকি কবরস্থানে অবস্থিত। হজরত উসমান রা. নিজ শাসনামলে এটি খনন করেন। শুরুর দিকে এর পানি দিয়ে মুসলমানরা ওজু করতো। এর পানি দিয়েই নিজেদের প্রয়োজন পূরণ করতো।
উল্লেখ্য, হজরত উসমান বিন আফফান রা. ইসলামের তৃতীয় খলিফা। তিনি ৬৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব শামাল দিয়েছেন। সূত্র : দি ইসলামিক ইনফরমেশন