রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ০১:০১:৫৪

কেরোসিন তেল কি নাপাক? জানুন সত্যিটা

কেরোসিন তেল কি নাপাক? জানুন সত্যিটা

ইসলাম ডেস্ক : আমাদের দেশে অনেকে মনে করেন কেরাসিন তেল নাপাক। এ ধারণা ঠিক নয়। কেরোসিন তেল নাপাক নয়। অন্য কোনো নাপাক মিশ্রিত না হলে কেরোসিন তেল শরীরে বা কাপড়ে লাগলে শরীর ও কাপড় নাপাক হবে না।

তবে কেরাসিন তেল যেহেতু বেশ দুর্গন্ধযুক্ত তাই একান্ত প্রয়োজন ছাড়া কেরাসিন তেল মসজিদে নেওয়া বা মাকরুহ এবং কেরাসিন তেল কোনো পোশাকে লাগলে ওই পোশাক পরে নামাজ পড়া অনুত্তম। কোনো প্রয়োজনে মসজিদে কেরাসিন তেল নিতে হলে সাবধান থাকা দরকার যেন জায়নামাজ বা নামাজের জায়গায় কেরাসিন তেল না পড়ে।

কেরাসিন তেল যেহেতু নাপাক নয়, তাই কেরাসিন তেল লেগেছে এমন পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেরাসিন তেল পড়া জায়নামাজে নামাজের ক্ষেত্রেই একই হুকুম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে