শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২২:১৫

ঠিক মতো খেতে পায়না, তবুও আকড়ে ধরে আছেন পবিত্র কোরআন

ঠিক মতো খেতে পায়না, তবুও আকড়ে ধরে আছেন পবিত্র কোরআন

জুবায়ের আল মাহমুদ: পবিত্র কোরআন মহান আল্লাহ তা’য়ালার কিতাব। যা তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপরে দীর্ঘ তেইশ বছর কালব্যাপী বিভিন্ন পর্যায়ে, প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে অবতীর্ন করেছিলেন। ভাষা এবং ভাব উভয় দিক হতেই কোরআন আল্লাহর কিতাব। অর্থাৎ কোরআনের অর্থ যেমন আল্লাহর তরফ হতে আগত তেমনি তার ভাষাও।

যারা পবিত্র কোরআন নিয়মিত পাঠ করে কিংবা মুখুস্থ করে আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ। তাই তো ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কোরআন পড়া, মুখস্ত করাসহ কোরআনের বিভিন্ন আয়াত বেশি বেশি পাঠ করে নফল ইবাদতও করে থাকেন।

তবে আধুনিক সময়ে দেখা যাচ্ছে মুসলমানেরা কেন জানি পবিত্র কোরআন থেকে দূরে সরে থাকছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি এমন একটি ছবি প্রকাশিত হয়েছে, যা দেখে প্রতিটি মুসলমানের গর্ব করা উচিত। ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা একটি ঘরের পাশে (সম্ভব উঠানে/ ঘরের পেছনে) পবিত্র কোরআন পাঠ করছেন। ছবিটির পেছনের চিত্র ও এর আশে পাশের চিত্র দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে ওই বৃদ্ধ খুবই গরিব মানুষ, হয়তো ঠিক মতো খেতেও পায় না। তবুও তিনি পবিত্র কোরআনকে আকড়ে ধরে আছেন। যেখানে আধুনিক অনেক মানুষ আরবি পড়াই জানেন না। সেখানে ওই বৃদ্ধা আপন মনে পড়ে চলেছেন পবিত্র কোরআন।
তবে ছবিটির ওই বৃদ্ধা কে, কোথায় বাসা-এমন কোন তথ্য জানা যায়নি। হে আল্লাহ ওই মহিলাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো।- আমীন। 

১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে