শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৭:৫৭

রাসূলকে (সা.) ভালোবেসে আল কোরআন মুখস্ত করলেন ৮২ বছরের বৃদ্ধা

রাসূলকে (সা.) ভালোবেসে আল কোরআন মুখস্ত করলেন ৮২ বছরের বৃদ্ধা

ইসলাম ডেস্ক: অধিকাংশ মানুষই বিশ্বাস করে থাকেন যে, বয়স বেশি হয়ে গেলে কোন কিছু মুখস্থ করা যায় না। বরং যেগুলো ইতিপূর্বে মুখস্থ ছিল, সেগুলোও ভুলে যায়। তবে এমন সব কুসংস্কারকে পাশ কাটিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদকে (সা.) ভালোবেসে ৮২ বছরের এক ‍বৃদ্ধা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন। খবর-আরব নিউজ

শেইখা জায়ন সাইয়্যিদ আস সুরিদি নামের ওই বৃদ্ধা সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ইজনের অধিবাসী। ওই বৃদ্ধা ইতোমধ্যে ১০ পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। অবাক করার বিষয় হলো, তিনি নিরক্ষর।

নিরক্ষর হওয়া সত্ত্বেও দৃঢ় ইচ্ছা ও মনোবলের কারণে তিনি পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। উম্মে মুহাম্মদ নামে বেশি পরিচিত এই নারী পাঁচ সন্তানের জননী।

পবিত্র কোরআনে কারিম মুখস্থ করার বিষয়ে তিনি ডিজিটাল ফন্ট কোরআনের (বিশেষ ধরণের স্পিকার বিশিষ্ট কলম এবং এই কলম দ্বারা নির্ধারিত কোরআনের যে স্থানে স্পর্শ করা হবে, ঠিক সেখানেই তেলাওয়াত করবে) সাহায্য নিয়েছেন। আর এর মাধ্যমেই তিনি সহজে কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে