ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ তায়ালার দীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াইও করছেন তিনি।
অনেক জুলুম, অন্যায়, অত্যাচার সহ্য করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।
দোয়াটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
১. সাদ ইবনে আবি ওক্কাস (রা.) বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) দুঃখ-কষ্টের সময় এই দোয়া পড়তেন: লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। (দোয়া ইউনূস)
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম