রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৪:৪৫

একটি হাদিস হলেও তোমরা তা প্রচার করো: মহানবী (সা.)

একটি হাদিস হলেও তোমরা তা প্রচার করো: মহানবী (সা.)

ইসলাম ডেস্ক: পবিত্র কোরান শরিফে আল্লাহ তাআলা ইরশাদ করেন– তোমরা যদি সেই মহা পাপ সমূহ থেকে বিরত থাকতে পারো, যাহা হইতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো এবং তোমাদেরকে সন্মানপ্রদ গন্তব্যস্থানে প্রবিষ্ট করবো। (সূরা নিসা- আয়াত ৩১)

যে সকল কাজ আল্লাহ ও তার রাসুল (সা.) কতৃক হারাম হওয়ার অকাট্য দলীল পাওয়া যায় সে গুলিই কবিরা গুনাহ৷

রাসুল (সাঃ) বলেন, “তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি – তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তা প্রচার করো। তবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, তার আবাসস্থল হবে জাহান্নাম।”-(বুখারী শরীফ)
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে