ইসলাম ডেস্ক: হযরত আয়েশা (রা) হতে বর্নিত। তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)একবার আমার ঘরে আসলেন, ঐ সময় এক মহিলা আমার কাছে বসা ছিল।
নবী করীম (সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেন, এ মহিলাটি কে আমি বললাম, ইনি অমুক মহিলা যার নাম খোলা । আমি মহিলাটির তাহাজ্জুদ নামাজের আলোচনা করলাম, সে সারা রাত ঘুমায় না । এ কথা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লাম) বললেন, চুপ কর! শুনে নাও তোমাদের উপর এতটুকু আমল ওয়াজিব যতটুকু আমল করার শক্তি সামর্থ্য তোমাদের থাকে । আল্লাহর কসম! সওয়াব বা নেক দিতে আল্লাহ তা-য়ালা ক্লান্ত হন না, কিন্তু তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে । আল্লাহ পাকের কাছে দ্বীনের ঐ আমল বেশী পছন্দনীয় যা সর্বদা করা হয়।-[বুখারী]
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম