রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩২:৩৯

এই আমলটিকে জান্নাতের চাবি বলা হয়

এই আমলটিকে জান্নাতের চাবি বলা হয়

ইসলাম ডেস্ক: মুসলমান পরিচয়ের প্রথম বাক্য হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। যে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এই কালেমা পড়ে সে মুসলিম। সে সদস্য হয়ে যায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের। এই কালেমার মর্যাদা দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। রাসুল সা. বলেন, যে ব্যক্তি মুখে একবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়বে সে জান্নাতে যাবে। (মিশকাত শরিফ)

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, তোমরা বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহর’ সাক্ষি দিতে থাক ওই সময় আসার আগে, যখন তোমরা ইচ্ছে করলেও বলতে পারবে না। (আবু ইয়ালা)

মৃত্যু কাছে চলে এলে মানুষের আমল করার অবকাশ থাকে না। আমল করার দরজা বন্ধ হয়ে যায়। ইমান তাজা করার কালেমা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন, তোমরা আপন ইমানকে তাজা করতে থাক। সাহাবিরা বললেন, ইয়া রাসুলাল্লাহ ইমান তাজা করব কিভাবে? রাসুল সা. বললেন, বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে থাক। (মুসনাদে আহমদ, তাবারানি)

রাসুল সা. বলেন, আমি এমন একটি কালেমা জানি, যে কোনো বান্দা এটিকে অন্তরে সত্য জেনে পাঠ করবে এবং এ অবস্থায় মারা যাবে, তাহলে সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কালেমাটি হলোÑ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। (মুস্তাদরাকে হাকিম)

মুয়াজ ইবনে জাবাল রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, জান্নাতের চাবিসমূহ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র সাক্ষ প্রদান করা। (মিশকাত)
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে