শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ০৪:১৬:৩৬

পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি : শায়খ আহমাদুল্লাহ

পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি : শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় সামনে এসেছে সেটি হচ্ছে ‘ছাত্র রাজনীতি’। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ছাত্র রাজনীতি’ প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিমূলক সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’

তিনি লেখেন, ‘আমার বিশ্বাস, এদেশের সর্বস্তরের মানুষ ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর দস্যুবৃত্তির অবসান চান।’

একই সঙ্গে নিজের পোস্টের প্রথম কমেন্টেসে তিনি লিখেছেন, ‘পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে