বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৪:১২

মৃত্যু পথযাত্রীর পাশে মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন

মৃত্যু পথযাত্রীর পাশে মহানবী (সা.) ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতাদের একটি জামায়াত তার কাছে উপস্থিত হয়। মৃত ব্যক্তি তখন তাদেরকে দেখতে পায়। সে তাদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। অনেক সময় উপস্থিত লোকেরাও সে কথা শুনতে পারে। আর যার প্রতি আল্লাহ তা’আলার বিশেষ অনুগ্রহ থাকে তার প্রতি তাঁর নুর ও জ্যোতি বর্ষিত হতে থাকে। (সুবাহানাল্লাহ)। এ সময় উপস্থিত সকলকে নিচের এই দোয়াটি পাঠ করা উত্তম। মৃত্যুপথযাত্রীকেও এই দোয়াটি পাঠ করানোও উত্তম।

দোয়াটি হলো:
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ

হে আল্লাহ, তুমিই শান্তিদাতা, তোমার নিকট হতেই সকল আত্মার উৎসরণ, হে আল্লাহ তুমি সকল সম্মান, মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী, একমাত্র তুমিই বরকতময়। (সহিহ বুখারী)
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে