বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৯:১০

'হে আল্লাহ, আমরা যেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি'

'হে আল্লাহ, আমরা যেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি'

জুবায়ের আল মাহমুদ: মানুষ মরণশীল। প্রত্যেক প্রাণীই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে-এটাই চিরন্তর। তবে আমরা যারা নিজেদের মুসলমান দাবী করি তাদের মৃত্যুর আগে কিছু দায়িত্ব আছে। যে দায়িত্বগুলো পালন না করে মারা গেলে কাফেরদের মৃত্যুর সাথে পার্থক্য থাকবে না।

ধরুন আপনার মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আপনি মারা গেলেন। আপনি কী পিতা-মাতার প্রতি সঠিক দায়িত্ব পালন করেছেন? নাকি তার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন?

কিংবা আপনি বেনামাজী অবস্থায় মারা গেলেন। কিন্তু নামাজ মুসলমানদের জন্য ফরয। অর্যা-ি আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবী করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। কারণ কাফের এবং মুসলমানদের মধ্যে ‘নামাজ’ই একমাত্র পার্থক্য। তাই বেনামাজী হয়ে মারা গেলে আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এছাড়া প্রতিটি মুসলমানের উপর মহান আল্লাহ তা’য়ালা যে কাজগুলো ফরজ করে দিয়েছেন, তা অশ্যই আপনাকে পালন করতে হবে। আল্লাহর নির্দেশ অমান্য করে কিংবা পালন করার সময় পেলেন না-এমন অযুহাত দেখানো অবস্থায় আপনি মারা গেলে সত্যিই কি আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবী করতে পারবেন?

তাই প্রতিটি মুসলমান যেন ‘মুসলমান’ হয়ে মৃত্যু বরণ করতে পারে এ জন্য মহান আল্লাহ তায়ালার নিকট সবসময় দোয়া করে ক্ষমা ও ধৈর্য ধারণে সাহায্য চাওয়া উচিত।

সে জন্য আমাদের প্রত্যেককে আল কোরআনের সূরা আল আরাফের ১২৬ নম্বর আয়াতটি পাঠ করে মহান আল্লাহ তা’য়ালার নিকট পার্থনা করা উচিত। ‘হে আমাদের পাওয়ারদেগার, আমাদের জন্য ধর্য্য’র দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান কর। (সূরা আল আরাফের ১২৬)।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে