ইসলাম ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে আট মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে মো. ওমর ফারুক নামে এক শিশু। তার বয়স ৮ বছর। এতো কম বয়সের ওমর দ্রুত সময়ে ৩০ পারা কুরআন হিফ্জ করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।
ওমর আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও রামগতি পৌরসভার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।
জানা গেছে, শিশু ওমর ফারুক মাদ্রাসায় গত বছরের সেপ্টেম্বর মাসে ভর্তি হয়। আনুষাঙ্গিক পাঠগ্রহণ শেষে চলতি বছরের এপ্রিল মাসে হিফজ শুরু করে। এরই মধ্যে মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে সবাইকে অবাক করে সে।
হাফেজ ওমর ফারুক জানায়, ‘দাদির স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। মা-বাবাও চেয়েছেন, তাই আমাকে এ মাদ্রাসার হিফ্জ বিভাগে ভর্তি করা হয়। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’
ওমর আরও জানায়, ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই সে দোয়া করবেন।’