রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪২:২৪

নারীদের সম্পর্কে পুরুষদের প্রতি যেসব অসিয়ত করেছেন রাসুল (সা.)

নারীদের সম্পর্কে পুরুষদের প্রতি যেসব অসিয়ত করেছেন রাসুল (সা.)

ইসলাম ডেস্ক : নারীদের স্বভাবগত স্পর্শকাতরতা ও সংবেদনশীলতা প্রতি লক্ষ রেখে রাসুল সা. পুরুষদের অসিয়ত করেন, استوصوا بالنساء خيرا فانهن خلقن من ضلع وانه اعوج شيئ في الضلع اعلاه فان ذهبت تقيمه كسرته وان تركته لم يزل اعوج فاستوصوا بالنساء

‘নারীদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে তোমরা আমার উপদেশ গ্রহণ করো। কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। সবচে’ বাঁকা হলো পাঁজরের উপরের হাড়। তুমি যদি এটাকে একদম সোজা করতে যাও, ভেঙ্গে ফেলবে; আবার রেখে দিলে বাঁকাই থেকে যাবে। অতএব মহিলাদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো।’ [বুখারি]

আলোচ্য হাদিস থেকে বোঝা গেলো, বক্রতা তাদের স্বভাবজাত; তা থেকে সম্পূর্ণ মুক্ত হবার নয়। তবে প্রয়োজন মতো সংশোধনের চেষ্টা চালিয়ে যাবে, তাও নম্র ভাষায় কোমলভাবে। সম্পূর্ণ সোজা করার চেষ্টা করবে না, তাহলে ভেঙ্গে যেতে পারে।

সর্ববিষয়ে সর্বক্ষক্ষত্রে তাকে তোমার সমমনা পাবে না, কারণ দু’জনের স্বভাব ভিন্ন ভিন্ন। অযথা চাপাচাপি করলে শামিত্মর পরিবর্তে অশামিত্মই বৃদ্ধি পাবে। আবার একদম ছেড়ে দিলে স্বেচ্ছাচার হয়ে যাবে। স্বামী-স্ত্রীর মাঝে যে সম্পর্ক তা খুবই গভীর এবং সংবেদনশীল।

পরিবারের শামিত্ম শৃঙ্খলা উভয়ের সমঝোতা ও ঐক্যমত্যের ভিত্তিতে হবে। স্ত্রী পুরুষের জীবনসাথী, এক মুহূর্তের জন্যও তাকে ছাড়া চলে না। আবাব স্ত্রীরও চলে না স্বামীর তত্ত্বাবধান ছাড়া।

স্বাভাবিক নিয়ম হলো বাহিরটা দেখবে পুরুষ; ঘর-সংসার সামল দিবে নারী। খানা পাকানো, সমত্মান লালন পালন, তাদের শিক্ষা-দীক্ষা এসব স্ত্রীর দায়িত্বে। যিনি বলেছেন সত্য বলেছেন, স্বামী-স্ত্রী হলো জীবনগাড়ির দু’টি চাকা। উভয়ের মাঝে মিল-মুহাববত ও মতৈক্য ছাড়া জীবনগাড়ি চলতে পারে না। এটা কীভাবে সম্ভব তাদের মাঝে স্বাভাবিক মিল-মুহাববত ও মতৈক্য ছাড়াও জীবনের গাড়ি দ্রম্নতবেগে চলবে।

এ হাদিসের ব্যাখ্যায় ফতহুল বারির লেখক হযরত ইবনে আববাসের সূত্রে আরো একটি হাদিস বর্ণনা করেছেন, ‘হযরত হাওয়া আ.কে বানানো হয়েছে আদম আ.-এর বাম পাঁজর থেকে। আদম আ. তখন শুয়ে ছিলেন তাই কিছুই টের পাননি।’
মূল লেখক- মাওলানা জফিরুদ্দিন, অনুবাদক- মাওলানা মিরাজ রহমান
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে