সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৭:৪৫

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন মক্কা শরিফের ইমাম

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন মক্কা শরিফের ইমাম

ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফাতহি দক্ষিণবঙ্গের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার জন্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি। সেখানে তিনি বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করেছেন।

খতিব মাজার জিয়ারতে যেয়ে মক্কার খতিব ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সংরক্ষিত পরিদর্শন খাতায় অভিমত লেখেন।

মাজার পরিদর্শনের সময় মক্কার খতিবের সঙ্গে ছিলেন, গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহল আমিন, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জ্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার, মুফতি উসামা আমিন ও হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় ধর্মীয় নেতারা।

খতিব গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে